ঢাকা | অক্টোবর ২৪, ২০২৫ - ১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

পাহাড়ে ধর্ষণ ইস্যুকে রাজনৈতিক ও সাম্প্রদায়িক রূপ দেওয়ার প্রতিবাদে পিসিসিপির নিন্দা

  • আপডেট: Thursday, October 23, 2025 - 6:52 pm

 

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি প্রতিনিধি।

পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের মতো সংবেদনশীল ইস্যুকে রাজনৈতিক ও সাম্প্রদায়িকভাবে ব্যবহার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম বলেন, “ধর্ষণ একটি জঘন্য অপরাধ এর কোনো জাতি বা ধর্ম নেই। কিন্তু পাহাড়ে কোনো উপজাতি নারী ও বাঙালি পুরুষ জড়িত ঘটনার ক্ষেত্রে কিছু আঞ্চলিক সংগঠন তাৎক্ষণিকভাবে ‘জাতিগত নির্যাতন’ বলে প্রচারণা চালায়, অথচ উপজাতি সমাজের ভেতরে সংঘটিত ধর্ষণের ঘটনায় নীরব থাকে।”

বিবৃতিতে পিসিসিপি নেতারা অভিযোগ করেন, এসব সংগঠন ধর্ষণের ঘটনাকে “রাজনৈতিক হাতিয়ার” হিসেবে ব্যবহার করে পাহাড়ে অস্থিরতা সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে মিথ্যা ধর্ষণ ইস্যুতে সহিংসতা ছড়ানো হলেও রাঙামাটির কাপ্তাইয়ে প্রতিবন্ধী মারমা কিশোরী এবং মাটিরাঙ্গায় ত্রিপুরা নারী ধর্ষণের ঘটনায় তাদের কোনো প্রতিবাদ দেখা যায়নি।

নেতৃবৃন্দ বলেন, “ধর্ষণ সামাজিক অপরাধ, জাতিগত সংঘাত নয়। বাঙালি অপরাধী হলে যেমন বিচার চাই, উপজাতি অপরাধী হলেও একইভাবে বিচার চাই—এটাই ন্যায়বিচার।” তারা আহ্বান জানান, পার্বত্য চট্টগ্রামে প্রত্যেক ধর্ষণ মামলা নিরপেক্ষভাবে তদন্ত ও বিচার নিশ্চিত করতে এবং ধর্ষণের ঘটনাকে রাজনৈতিক ও সাম্প্রদায়িক ইস্যু বানানো বন্ধ করতে।

পিসিসিপি পাহাড়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারীদের সামাজিকভাবে বয়কট ও আইনের আওতায় আনার দাবি জানায়।