চট্টগ্রামে ৪০টি সড়ক উন্নয়নের কাজ শুরু হবে শীঘ্রই: মেয়র ডা. শাহাদাত হোসেন
নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “নগরীর ৪০টি বড় রাস্তার টেন্ডার সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ খুব শিগগিরই এর দৃশ্যমান ফলাফল নগরবাসী দেখতে পাবে।”
বুধবার (২২ অক্টোবর) সকালে আগ্রাবাদ এক্সেস রোডের জেলা পুলিশ লাইনের সামনে হাজী শেখ বশির আহমেদ সড়ক সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, “আজকের দিনটি আগ্রাবাদবাসীর জন্য বিশেষ দিন। এই সড়ক উন্মুক্ত হওয়ার আনন্দ মানুষের মুখে দেখে মনে হচ্ছে, আজ যেন ঈদের উৎসব। এই রাস্তা মানুষের চলাচলের পথ, মানুষের জীবনের অংশ। এই পথ উন্মুক্ত করতে পেরে আমি নাগরিক দায়িত্বের পাশাপাশি মানবিক অঙ্গীকার পূরণ করতে পেরেছি বলে মনে করছি।”
তিনি আরও বলেন, “আমি ওয়াদা করেছিলাম—মেয়র হলে এই সড়ক দখলমুক্ত করে উন্নত সড়ক হিসেবে গড়ে তুলব। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে আমি তৃপ্ত।”
মেয়র ঘোষণা দেন, “এই রাস্তা এখন থেকে হবে পরিচ্ছন্ন, দখলমুক্ত ও মাদকমুক্ত এলাকা। কেউ এখানে অবৈধভাবে দোকান বা বসতি গড়ে তুলতে পারবে না। প্রয়োজনে মাঝখানে আইল্যান্ড ও বাগান করে সড়কটিকে সৌন্দর্যবর্ধন করা হবে।”
তিনি বলেন, “এই এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাকেন্দ্র ও হাসপাতাল রয়েছে। সড়কটি নগরীর ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের চলাচলে সহজতা আনবে। এলাকাবাসীর নিরাপত্তা ও যাতায়াতের সুবিধার্থে সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
মেয়র আরও বলেন, “আমরা চাই একটি নিরাপদ ও মাদকমুক্ত চট্টগ্রাম। কেউ মাদক ব্যবসায় বা সেবনে যুক্ত থাকলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। জনগণই হবে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ আগ্রাবাদ ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিন সরদার। উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সেকান্দার, চসিক নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী গাজী কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা হাজী হোসেন আহমেদসহ অন্যান্যরা।











