সীতাকুণ্ডে সাংবাদিক লিটন কুমার চৌধুরীর ওপর দুর্বৃত্তদের হামলা

নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকায় তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘সীতাকুণ্ড সম্মিলিত নাগরিক কমিটি’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক লিটন কুমার চৌধুরীকে ঘিরে রেখে মারধর করছেন। এসময় তাকে ‘আওয়ামী লীগের দালাল’, ‘মিথ্যা নিউজ ছড়ানোর হোতা’ ইত্যাদি বলে গালিগালাজ করা হচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, মারধরের পর রক্তাক্ত অবস্থায় লিটন চৌধুরীকে দুর্বৃত্তরা পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লিটন চৌধুরীর ছেলে রাকেশ চৌধুরী জানান, রাতে তার বাবা বাড়ির সামনে দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন। এসময় কয়েকজন যুবক হঠাৎ এসে নানা রকম বাজে মন্তব্য করতে শুরু করে এবং তাকে বেধড়ক মারধর করে। হামলার সময় বাবার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এরপর কয়েকজন যুবক তাকে জোর করে থানায় নিয়ে যায়। “বাবার মাথায় গুরুতর জখম হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে,” বলেন রাকেশ।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “কয়েকজন যুবক রক্তাক্ত অবস্থায় লিটন চৌধুরীকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”