টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে পানছড়িতে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির পানছড়িতে টেকসই সামাজিক সেবাদান প্রকল্প (Sustainable Social Service Delivery Project – SSSDP) এর আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে স্টাফদের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
সভায় টাইফয়েড টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা, জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠ পর্যায়ের সমন্বয় বিষয়ক নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মাকসুদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন পানছড়ি উপজেলা ইনচার্জ মো. মাসুম বিল্লাহ, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, বিভিন্ন মাদরাসার শিক্ষক ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্টাফবৃন্দসহ মোট ৩৫ জন অংশগ্রহণকারী।
সভা শেষে সবাই টাইফয়েড টিকাদান কার্যক্রমকে সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।