জুবায়ের হত্যার প্রতিবাদে দীঘিনালায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।
রাজধানীর আরামবাগের পানির পাম্পপালের একটি ভবনে দুর্বৃত্তদের হাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও জবি শাখা ছাত্রদলের সদস্য মোঃ জুবায়ের হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোলাইমান, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হুমায়ুন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, বোয়ালখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং কবাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা জোর দিয়ে দাবি করেন যে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা সতর্ক করে বলেন, যদি দ্রুত এই হত্যার বিচার না করে অসৎ শক্তিগুলোকে অব্যাহত রাখা হয়, তাহলে এর দায় বর্তমান সরকারকেই নিতে হবে।