দীঘিনালায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; স্মারকলিপি পেশ

মো: আল আমিন, দীঘিনালা প্রতিনিধি।
“খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ডধারীদের বহাল রাখুন, টি.ও (ট্রেড অর্গানাইজেশন) লাইসেন্স দিন”— এই দাবিতে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখা।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন কৃষি অফিসের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক বিক্রেতা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কোষাধ্যক্ষ খোকন চাকমা। তিনি বলেন, “আমরা কৃষকের সেবা করতে চাই, কিন্তু বারবার নিয়ম পরিবর্তনের ফলে আমাদের জীবিকা হুমকিতে পড়ছে। মাঠ পর্যায়ের মানুষের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার।”
সংগঠনের সভাপতি সুসময় চাকমা বলেন, “আমরা দীর্ঘদিন অনুমোদিত আইডি কার্ড নিয়ে নিয়মতান্ত্রিকভাবে সার বিক্রি করছি। নতুন নীতিমালার কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুরাতন আইডি কার্ডধারীদের বহাল রেখে আমাদের টি.ও লাইসেন্স দেওয়া হোক।”
অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন, কার্যকরী সদস্য মোঃ নাঈম ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, নতুন নীতিমালায় অভিজ্ঞ বিক্রেতাদের বাদ দেওয়ার চেষ্টা চলছে, যা সার প্রাপ্তিতে কৃষকদের ভোগান্তি বাড়াতে পারে।
বক্তারা ঘোষণা দেন— দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের মাধ্যমে কৃষি সচিব বরাবর স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।