কক্সবাজারে সরোয়ার কামাল হত্যার প্রধান আসামি আটক

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারে মর্মান্তিক সরোয়ার কামাল হত্যাকাণ্ডের প্রধান আসামিকে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে আটক করেছে কক্সবাজার মডেল থানা পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে পৌরসভার লাইট হাউজ পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ রায়হান (২৪)। তার পিতার নাম আতিক। তারা কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ পাড়ার বাসিন্দা।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দুপুরে একই এলাকার মৃত মো. আবুল কালামের পুত্র সরোয়ার কামালকে নির্মমভাবে খুন করা হয়। হত্যার পরপরই ঘটনাটি জেলা পুলিশের নজরে আসে। তাৎক্ষণিকভাবে কক্সবাজার মডেল থানার একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে এবং পরবর্তীতে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস (ডিএসবি)। তিনি জানান, আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।