ঢাকা | অক্টোবর ১৯, ২০২৫ - ২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

হাটহাজারী চিকনদণ্ডী ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তের হামলা

  • আপডেট: Saturday, October 18, 2025 - 7:59 pm

চট্টগ্রাম ব্যুরো।

চট্টগ্রামের হাটহাজারী চিকনদণ্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী মোঃ হোসেনের বাড়িতে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে বলে জানা যায়। সন্ত্রাসীরা হামলা চালাতে গিয়ে মোঃ হোসেনসহ তার পরিবারের চার-পাঁচজনকে মারধরসহ লুটপাট করে নিয়ে যায় ঘরের আসবাবপত্র ও স্বর্ণালংকার। স্থানীয় সূত্র মতে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে চাচাতো-জেঠাতো ভাইদের মধ্যে। এই বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ হোসেনের জেঠাতো একদল বহিরাগত সন্ত্রাসী গ্রুপ নিয়ে এসে এই হামলা চালায়। এতে ব্যবসায়ী মোঃ হোসেন বাদী হয়ে হাটহাজারী থানায় একটি এজাহার অন্তর্ভুক্ত করেন।

আসামিরা হলেন:
১. মোঃ এমদাদ, পিতা: মোহাম্মদ এসকান্দর মির্জা।
২. মোহাম্মদ আরফাত, পিতা: আব্দুল মান্নান।
৩. মোঃ জিয়া উদ্দিন মহসিন, পিতা: মোঃ নুরুল আলম।
৪. হাসিবুল হোসাইন, পিতা: মোঃ আলমগীর।
সহ আরও অজ্ঞাত ১০-১৫ জন।
সর্ব সাং হাজী ওয়ালী সওদাগর বাড়ি, চিকনদণ্ডী, হাটহাজারী, চট্টগ্রাম।