ঢাকা | অক্টোবর ১৯, ২০২৫ - ৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোনের অভিযানে অবৈধ অস্ত্রসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

  • আপডেট: Saturday, October 18, 2025 - 5:30 pm

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।

রাঙ্গামাটির লংগদু (তেজস্বী) সেনা জোনের সফল অভিযানে বাঘাইছড়ি উপজেলার লাইলাঘোনা এলাকায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লংগদু জোনের তত্ত্বাবধানে একটি টহলদল লাইলাঘোনা–নালবোনিয়া রুটে বিশেষ অভিযান পরিচালনা করে। শুক্রবার রাত আনুমানিক ০১টার সময় দুইজন সন্দেহভাজন চোরাকারবারীকে শনাক্ত করা হলে, তাদেরকে অনুসরণ করা হয়। চোরাকারবারীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বস্তা ফেলে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়।

পরিত্যক্ত নৌকা ও আশপাশের এলাকা তল্লাশির মাধ্যমে উদ্ধার করা হয় ০১টি দেশীয় তৈরি শর্টগান, ০২ রাউন্ড গুলি, ১৫০ কার্টন অবৈধ ভারতীয় সিগারেট, ৯০ পিস ভারতীয় কসমেটিকস এবং ৯২ বোতল দেশীয় মদ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উক্ত পণ্যসমূহ বড় দুরছড়ি এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তকরণ ও আটক প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া সম্পূর্ণ এলাকা বর্তমানে সেনাবাহিনীর কঠোর নজরদারির আওতাধীন।

লংগদু সেনা জোন কর্তৃক জানানো হয় যে, সীমান্ত এলাকাজুড়ে অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।