ঢাকা | অক্টোবর ১৯, ২০২৫ - ২:২১ পূর্বাহ্ন

শিরোনাম

মোংলায় ইয়াবা ও নগদ অর্থসহ একজন আটক 

  • আপডেট: Saturday, October 18, 2025 - 4:56 pm
মোংলায় ইয়াবা ও নগদ অর্থসহ একজন আটক
স্টাফ রিপোর্টার, মোংলা।। মাদকবিরোধী বিশেষ অভিযানে মোংলা পৌর শহর থেকে নগদ অর্থ ও ইয়াবাসহ এক জনকে আটক করেছে থানা পুলিশ। আটক ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর (৩৮)।
শুক্রবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানোর সময়  তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় মোংলা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জাহাঙ্গীরকে ধাওয়া করে হাতেনাতে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে বেশ কিছু ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
আটক জাহাঙ্গীর মোংলা পৌর শহরের শেহলাবুনিয়ার মোহাম্মদ আলী গ্রিকের ছেলে। তাকেও দুই মাস আগেও প্রায় ২০০ পিস ইয়াবাসহ পুলিশ আটক করে ।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান স্যারের নির্দেশে মোংলা ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
তিনি আরো বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।