টেকনাফে বিজিবির অভিযানে নগদ টাকা ও ইয়াবাসহ গ্রেফতার-২

এম এ হাসান, টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফ উপজেলা সাবরাং ৪নং ওয়ার্ড মন্ডলপাড়ার মৃত ফজল হকের ছেলে (বর্তমান সিকদারপাড়া) জুবাইরের বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১০ লাখ টাকা, প্রায় ১৯ হাজার ইয়াবা ও ইয়াবা ব্যবসার সরঞ্জামসহ জুবাইরের স্ত্রী ফায়জা ও পাচার কাজের সহযোগী টেকনাফ সদর মৌলভীপাড়ার আবুল কালামের ছেলে আয়ুব আলীকে আটক করেছে বিজিবি।
১৭ অক্টোবর শুক্রবার সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সাবরাং সিকদারপাড়ার টানা ব্রিজের পশ্চিমে জুবাইরের বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে ধরা সম্ভব হলেও মূল আসামি ও ইয়াবার মূল মালিক জুবাইর কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযান শেষে বিজিবি জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জুবাইরের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালালে বাড়ির ভেতরে অভিনব কায়দায় হটবক্সের ভিতরে লুকিয়ে রাখা ইয়াবা দেখতে পায় এবং স্ত্রী ফায়জার বেডরুমের ড্রয়ার থেকে ১০ লাখ টাকাসহ ইয়াবা ব্যবসার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্র জব্দ করে।
জব্দকৃত আলামত: ইয়াবা ট্যাবলেট–১৯,২০০ পিস, ইয়াবা পাউডার–১৩০ গ্রাম, নগদ অর্থ–১০,৩০,০০০ টাকা, ল্যাপটপ–০১টি, চাকু–০৪টি, চাপাতি–০৭টি, ওয়াকিটকি সেট–০২টি, মাইক্রোফোন–০১টি, অ্যান্ড্রয়েড ফোন–০২টি, বাটন ফোন–০৩টি, পিতলের পাল্লা–০১টি, ল্যান্ড ফোন–০১টি, সিসি ক্যামেরা–০৪টি ও মোটরসাইকেলের তেলের ট্যাংক–০২টি।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।