ইসি অভিমুখে ইসলামী আন্দোলনের মিছিলে পুলিশের বাধা
নিজস্ব প্রতিবেদক: পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল আটকে দিয়েছে পুলিশ।
বুধবার (২১ জুন) দুপুর ১২টার দিকে বায়তুল মোকাররম থেকে দলটির আমীর মুফতী রেজাউল করিমের নেতৃত্বে মিছিলটি শান্তিনগর মোড়ে এসে পৌঁছালে পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে নেতাকর্মীরা শান্তিনগর মোড়েই অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন।
এর আগে বুধবার সকাল ১০টায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে গণমিছিল কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। মিছিলকে ঘিরে এ দিন সকাল থেকেই বায়তুল মোকাররমের উত্তর গেইটে খণ্ড খণ্ড দলে জড়ো হয়ে অবস্থান নেন নেতাকর্মীরা। পরে সেখান থেকে মিছিল শুরু হয়।
দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। অবিলম্বে সংসদ ভেঙে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের দাবি জানিয়ে বেশকিছু কর্মসূচি দিয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ ছাড়াও নির্বাচন কমিশন (ইসি) বাতিলের দাবিতে কমিশন কার্যালয় অভিমুখে গণমিছিলের এই কর্মসূচি পালন করল দলটি।











