ঢাকা | অক্টোবর ১৬, ২০২৫ - ২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

‘খাদ্য, পানি ও জমিতে নারীর অধিকার নিশ্চিত করতে হবে’

  • আপডেট: Wednesday, October 15, 2025 - 8:05 pm
স্টাফ রিপোর্টার, মোংলা।। কৃষি, খাদ্য ও মৎস্য উৎপাদনে কোনো কর্পোরেট দখল এবং নব্য ঔপনিবেশিক শাসন-শোষণ সহ্য করা হবে না। সবার আগে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে হবে। খাদ্য, পানি এবং জমিতে নারীর অধিকার নিশ্চিত করতে হবে। উপকূলের পরিবেশ বিপর্যয় খাদ্য নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলেছে।
জলবায়ু উদ্বাস্তু রোধে উত্তরের দেশগুলোকে ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে। দেশে ন্যায্য জলবায়ুবান্ধব টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে।
বুধবার বিকেলে মোংলার কাইনমারিতে চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম এসব কথা বলেন।
উপকূলীয় নারী, বনজীবী, মৎস্যজীবী, ভূমিহীন, জলবায়ু উদ্বাস্তুসহ নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে খাদ্য, পানি এবং জমিতে নারীর অধিকার রক্ষার দাবিতে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, বাদাবন সংঘ ও পশুর রিভার ওয়াটারকিপার এ জনসমাবেশের আয়োজন করে।
এ জনসমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ। জনসমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাষ, বিএনপি নেতা এমরান হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মো. শাহ্ আলম শেখ ও নারী নেত্রী শামীমা আক্তার লাইজু।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়নকর্মী তৃপ্তি সরদার, সুনীতি রায়, সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু, গীতিকার মোল্লা আল মামুন, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল, আব্দুর রশিদ হাওলাদার, পরিবেশ কর্মী কমলা সরকার, হাছিব সরদার ও মেহেদী হাসান।
জনসমাবেশে কৃষাণীরা তাদের উৎপাদিত কৃষি পণ্য প্রদর্শন করে। জনসমাবেশে লাঠিখেলাসহ গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।