ঢাকা | অক্টোবর ১৬, ২০২৫ - ২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

৫ দফা দাবিতে বান্দরবানে জামায়াতের মানববন্ধন

  • আপডেট: Wednesday, October 15, 2025 - 7:11 pm

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর এসএম আব্দুচ সালাম আজাদ, নায়েবে আমীর ও সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম, সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “নির্বাচন বললেই হয় না। গত ১৬ বছর নির্বাচনের নামে আওয়ামী লীগ তামাশা করেছে। রাতের ভোটে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট সরকার। তাই আর কোনো তামাশা নয়।”

তারা আরও বলেন, জনগণের অংশগ্রহণ ও আস্থার ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি প্রবর্তন জরুরি।

মানববন্ধনে বক্তারা আরও দাবি জানান— ফ্যাসিস্ট সরকারের সকল নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচন কমিশন পুনর্গঠন, রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং দেশে গণতন্ত্র ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা।