ঢাকা | অক্টোবর ১৫, ২০২৫ - ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম

রাঙামাটিতে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত করার দাবি জানিয়ে পিসিসিপি’র স্মারকলিপি

  • আপডেট: Wednesday, October 15, 2025 - 1:23 pm

 

রাঙামাটি প্রতিনিধি।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আগামী ১৯ অক্টোবর রাঙামাটি জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিতব্য বৈঠক স্থগিতের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। এ দাবিতে বুধবার (১৫ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন, পিসিএনপি’র রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে পিসিসিপি জানায়, সংগঠনটি দীর্ঘদিন ধরে পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং সন্ত্রাসমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনে কাজ করে যাচ্ছে। তবে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ অনুযায়ী গঠিত কমিশনে পার্বত্য অঞ্চলের ৫২ শতাংশ বাঙালি জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি না থাকায় কমিশনের গঠন ও কার্যক্রম নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পিসিসিপি’র মতে, কমিশনের নয়জন সদস্যের মধ্যে তিনজন সার্কেল চিফ (রাজা), তিনজন জেলা পরিষদ চেয়ারম্যান এবং একজন আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান এ সাতজনই পাহাড়ি প্রতিনিধি। বাকি দুই সদস্যের একজন কমিশনের চেয়ারম্যান ও অন্যজন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হওয়ায় বাঙালি প্রতিনিধিত্ব পুরোপুরি অনুপস্থিত। এর ফলে কমিশনের সিদ্ধান্ত একপেশে হওয়ার আশঙ্কা রয়েছে, যা বাঙালি জনগোষ্ঠীকে ভূমিহীন করে দিতে পারে।

স্মারকলিপিতে আরও বলা হয়, ভূমি কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ না থাকায় এটি সংবিধান পরিপন্থি একটি ধারা হিসেবে বিবেচিত হচ্ছে। পিসিসিপি আশঙ্কা প্রকাশ করে জানায়, কমিশনের আসন্ন বৈঠককে কেন্দ্র করে স্থানীয় বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

সংগঠনটি সতর্ক করে জানায়, তাদের ঘোষিত আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কোনো বৈঠক অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। প্রয়োজনে রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

স্মারকলিপির মাধ্যমে জেলা প্রশাসকের নিকট পিসিসিপি অনুরোধ জানায়, রাঙামাটিতে নির্ধারিত ১৯ অক্টোবরের বৈঠক স্থগিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।