ঢাকা | অক্টোবর ১৫, ২০২৫ - ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় গড়দুয়ারার স্লুইসগেটের কাজ শুরু

  • আপডেট: Tuesday, October 14, 2025 - 6:02 pm

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি।
হাটহাজারীর গড়দুয়ারায় জায়গার মালিকানার বিরোধে মহামান্য হাইকোর্টে রিট চলমান থাকায় দীর্ঘদিন মেখল গড়দুয়ারার স্লুইসগেটটির নির্মাণকাজ বন্ধ রাখা হয়। এতে এলাকার লক্ষাধিক মানুষের যাতায়াতের ভোগান্তি হচ্ছিল। তারই প্রেক্ষিতে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন, হাটহাজারী।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে
প্রশাসনের মধ্যস্থতায় বিবাদমান পক্ষসমূহ, রিটকারী এবং পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসীর প্রতিনিধিদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারীর কার্যালয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।

যার ফলে দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে আজ ১৪/১০/২৫ তারিখে জায়গার মালিক রিটকারীকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার শর্তে উভয় পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে।

এ সময় দুপুর ১২টায় ঘটনাস্থলে গিয়ে স্লুইসগেট নির্মাণকাজ পুনরায় শুরু করা হয়েছে। রিটকারী জনাব রফিক, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, সংশ্লিষ্ট ঠিকাদার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ এলাকাবাসীরা এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে স্লুইসগেট নির্মাণকাজে পরবর্তীতে সকলের সহযোগিতা কামনা করেন।