ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ৯:৩০ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়িতে শীতকালীন সবজি চাষে বীজ পেল ৮০ জন কৃষক

  • আপডেট: Monday, October 13, 2025 - 6:03 pm

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি।

কৃষিই সমৃদ্ধি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে গৃহীত “প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের বসতবাড়িতে ও মাঠে শাকসবজি চাষ সম্প্রসারণ কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ৮০ জন চাষির মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা (অ.দা.) মোঃ সোহরাব হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বসতবাড়ির আঙিনায় সবজি চাষ এখন পারিবারিক পুষ্টি নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। সরকার কৃষকদের আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের বীজ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে ঘরে ঘরে সবজি চাষে উৎসাহিত করছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মহালছড়ি উপজেলা কর্তৃক আয়োজিত এ কর্মসূচি এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কৃষিতে আত্মনির্ভরশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তৃপ্তি শংকর চাকমা সহ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।