ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ৯:০৭ অপরাহ্ন

শিরোনাম

লামায় ৪ জনের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ দায়ের

  • আপডেট: Monday, October 13, 2025 - 5:40 pm

লামা (বান্দরবান) প্রতিনিধি।

লামা সরই ইউনিয়নে রাজনৈতিক প্রভাব দেখিয়ে বালু উত্তোলনে বেপরোয়া হয়ে উঠেছে স্থানীয় একটি চক্র। এ ব্যাপারে প্রতিকার চেয়ে লামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন সরই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাবিবুর রহমান পাড়ার বাসিন্দা স্থানীয় কৃষক মোঃ আব্দুল গফুর।

অভিযোগে প্রকাশ, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত মহল রাজনৈতিক প্রভাব বিস্তার করে ডলুখাল, পলুখাল ইত্যাদি বিভিন্ন খাল-ছড়া থেকে নির্বিচারে ড্রেজার মেশিন লাগিয়ে রাতদিন বালু উত্তোলন করছে। এর ফলে স্থানীয়দের ফসলি জমি ও রাস্তাঘাটের ক্ষতিসাধন হচ্ছে।

রবিবার (১২ অক্টোবর) লামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে প্রতিকার দাবি করে এই আবেদন করেছেন। আবেদনে উল্লেখ করা হয়, কৃষক আব্দুল গফুরের ব্যক্তিগত জায়গা থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করা হচ্ছে।

অভিযুক্তরা হলো ১) মোঃ ইউনুছ, পিতা: নুরুল আলম, সাং: বাজার পাড়া, ০৪ নং ওয়ার্ড; ২) খোরশেদ আলম, পিতা: হাবিবুর রহমান, সাং: হাবিবুর রহমান পাড়া, ০৩ নং ওয়ার্ড; ৩) মাহমুদ মিয়া, পিতা: শহর মুল্লুক, সাং: ছলম পাড়া, ০৩ নং ওয়ার্ড; ৪) মোঃ সেলিম, পিতা: আহমদ আলী (মেম্বার), সাং: হাছনা পাড়া, ০১ নং ওয়ার্ড, ৫ নং সরই ইউনিয়ন, লামা, বান্দরবান পার্বত্য জেলা।

সোমবার (১৩ অক্টোবর) সকালে অভিযুক্ত মোঃ সেলিম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি মুঠোফোনে জানান, “আমি কোনো বালু উত্তোলন করি না। পলুখালের পাশে ইতিপূর্বে প্রশাসন থেকে কিছু বালু নিলামে ক্রয় করেছি, সরকারি কার্যাদেশে সেখান থেকে বালু পরিবহন করছি।”

সেলিম দাবি করেন, “আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য মহল বিশেষ আমার বিরুদ্ধে প্রশাসনের নিকট মনগড়া, মিথ্যা ও মানহানিকর অভিযোগ করিয়েছে। আমি এই মিথ্যা অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানাই।”

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন অভিযোগটি আমলে নিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, তদন্তে প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।