ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ৪:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

দক্ষিণ গাছবাড়িয়া এলাকা বিদ্যুৎবিহীন, জনজীবন বিপর্যস্ত

  • আপডেট: Sunday, October 12, 2025 - 9:23 pm

চন্দনাইশে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে ক্ষোভ

 

নুরুল আলম, চন্দনাইশ

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে পালপাড়া, বুলার তালুক, দেয়াং পাড়া ও মতির বাড়ি এলাকার শতাধিক পরিবার। টানা চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।

 

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসী রবিবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির চন্দনাইশ জোনাল অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে স্থানীয় বিএনপি, এলডিপি নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে বিদ্যুৎ সংযোগ চালু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জোনাল অফিসের ডিজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অতিরিক্ত অর্থ দাবি এবং গ্রাহক হয়রানির কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

 

এ বিষয়ে চন্দনাইশ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ফখরুদ্দীন জানান, দক্ষিণ গাছবাড়িয়ার কৃষ্ণমন্দির সড়কের জনৈক গ্রাহক পরিমল পাল তার ভবন দ্বিতীয় তলা করতে গিয়ে বিদ্যুৎ অফিসকে না জানিয়ে ১১ হাজার ভোল্টের একটি লাইন সীল করে দেন। ফলে ওই লাইনের সাথে সংযুক্ত প্রায় দুই শতাধিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

তিনি আরও জানান, শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় প্রয়োজনীয় যোগাযোগে বিলম্ব হয়েছে। ইতোমধ্যে দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকার একটি ইস্টিমেট অনুমোদন পেয়েছে, এবং ঠিকাদারের মাধ্যমে আজ (রবিবার) থেকেই কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হবে বলে তিনি আশ্বাস দেন।

 

বিকেল ৪টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যুৎবিহীন এলাকায় নারী-পুরুষ ও শিশুরা ঘরের বাইরে, রাস্তায় ও গলিতে অবস্থান করছেন। পানির জন্য হাহাকার সৃষ্টি হয়েছে, কারণ মসজিদ, মন্দির ও এতিমখানার মোটরচালিত পানির সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।

 

এলাকাবাসী দাবি করেছেন, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনগুলো জনস্বার্থে পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব ব্যয়ে স্থানান্তর করার মাধ্যমে স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।