ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

মহালছড়িতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

  • আপডেট: Sunday, October 12, 2025 - 7:43 pm

 

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।

জননেতা ওয়াদুদ ভূইয়ার পক্ষে প্রচারণায় উৎসাহিত কর্মী-সমর্থকরা।
রবিবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় জননেতা ওয়াদুদ ভূইয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চাওয়া হয়।

প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে হবে, যাতে মহালছড়ির উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হয়।”

প্রচারণা কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বেলাল শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে প্রচারণা কর্মসূচি শেষ হয়।