ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ৪:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

বান্দরবানে নাগরিক পরিষদের ডাকা ১৩ অক্টোবরের হরতাল প্রত্যাহার

  • আপডেট: Sunday, October 12, 2025 - 6:12 pm

জাগো জনতা অনলাইন।। আট দফা দাবি আদায়ে বান্দরবানে ডাক দেওয়া সোমবারের (১৩ অক্টোবর) হরতাল প্রত্যাহার করে নিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

রোববার (১২ অক্টোবর) বিকেলে বান্দরবান জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাদের এক জরুরি বেঠক হয়।

বেঠক শেষে হরতাল প্রত্যাহারের এ ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান।

এ সময় মজিবুর রহমান বলেন, জেলা প্রশাসনের আহ্বানে আমরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হাজির হয়ে এক জররি বেঠকে অংশ নিয়েছি এবং আমাদের আট দফা দাবি দ্রুত সময়ে মেনে নেবেন এমন আশ্বাসে আমরা ১৩ অক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের যে ঘোষণা দিয়েছিলাম, তা প্রত্যাহার করে নিলাম।

তিনি আরও বলেন, দ্রুত সময়ে প্রশাসন আমাদের আট দফা দাবি মেনে নেবে এই প্রত্যাশা, আর দাবি যদি দ্রুত মেনে নেওয়া না হয় তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ সময় জেলা প্রশাসনের সম্মেলনের কক্ষে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম হাসান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শাহজালাল, নাগরিক পরিষদের বান্দরবান জেলার সভাপতি মাওলানা আবুল কালাম, সেক্রেটারি মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, বান্দরবান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে বান্দরবানের একটি আবাসিক হোটেলে এক সংবাদ সম্মেলনের বান্দরবানে আগামী ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছিল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।