ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে টাইফয়েড টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউএনও আমেনা মারজান

  • আপডেট: Sunday, October 12, 2025 - 5:38 pm

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি।

সারাদেশের ন্যায় বাঘাইছড়ি উপজেলায় বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার ১২ অক্টোবর সকাল সাড়ে ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তুলাবান সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আটটি ইউনিয়নের স্কুল ও মাদ্রাসা মিলে মোট ১৯৪টি কেন্দ্রে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী ও সুবিধাভোগী ছাত্রছাত্রীরা।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জানান, উপজেলায় প্রথম পর্যায়ে ২২টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে, পর্যায়ক্রমে ১৯৪টি কেন্দ্রে প্রায় ২৫ হাজার শিশুকে বিনামূল্যে টিকা প্রদানের পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আমেনা মারজান বলেন,
সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে, সকল শিশুকে উক্ত টিকা প্রদানের আহ্বান জানান।