ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ১১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে বাঘের বিচরণ

  • আপডেট: Sunday, October 12, 2025 - 4:39 pm

 

স্টাফ রিপোর্টার।। সুন্দরবনের হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে (কাঠের তৈরি হাঁটার পথ) একটি বাঘের বিচরণ দেখা গেছে।

শনিবার বেলা ১১টার দিকে পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে একটি বাঘ বসে থাকতে দেখেন পর্যটকরা। এ সময় তারা বাঘের ছবি ও ভিডিও তাদের মোবাইল ফোনে বন্দি করেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শনিবার সকালে নিয়মিত টহলে থাকা বনপ্রহরীরা কেন্দ্রটির ফুট ট্রেইলে একটি বাঘ দেখতে পান। পরে তাদের হাঁকডাকে কিছুক্ষণ পর বাঘটি বনের ভেতরে চলে যায়।

পরে বন কর্মকর্তা রেজাউল পর্যটকদের ধারণ করা ওই ভিডিওটি তার নিজের ফেইসবুক পেজে প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বাঘ কাঠের সাঁকোর মাঝখানে শান্তভাবে বসে আছে। কিছু সময় পর বাঘটি হাঁটা শুরু করে।

হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রমজান আলী কানন বলেন, “শনিবার পর্যটকরা যখন ফুট ট্রেইলে হাঁটছিলেন, তখন তারা সেখানে একটি বাঘ দেখতে পান।

“বাঘটি কিছু সময় বসেছিল। পরে আমরা আবার বনে তাড়িয়ে দেই।”

বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, “হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রটি সুন্দরবনের অন্যতম দর্শনীয় স্থান। প্রতিদিনই এখানে শত শত দেশি-বিদেশি পর্যটক বেড়াতে আসেন। হাড়বাড়িয়া অঞ্চল সুন্দরবনের বাঘের মূল বিচরণক্ষেত্রের খুবই কাছে। তাই মাঝে মাঝে বাঘের উপস্থিতি এখানে দেখা যায়।

“সুন্দরবনে বাঘ আছে তা পর্যটকরা মুখে শুনে অভ্যস্ত। নিজের চোখে যদি সেই বাঘের দেখা মেলে, তাহলে অনুভূতি কি হতে পারে তা ভেবেই গা শিউরে ওঠার মতো।”

তিনি বলেন, “এভাবে যদি হঠাৎ করে পর্যটকদের সামনে বাঘ চলে আসে তাহলে তা দারুণ ভয়ের কারণ হয়ে ওঠে। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব সময় সতর্কতা অবলম্বন করে থাকি।”

২০১৮ সালের শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১১৪টি। সর্বশেষ ২০২৪ সালের বাঘ গণনায় সেই সংখ্যা বেড়ে ১২৫টিতে দাঁড়িয়েছে বলে জানান সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় এ বন কর্মকর্তা।