ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম

হাটহাজারীতে মাদক ব্যবসা আশঙ্কাজনক হারে বৃদ্ধি

  • আপডেট: Saturday, October 11, 2025 - 7:33 pm

মোহাম্মদ হোসেন, হাটহাজারী (চট্টগ্রাম)।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকায় মাদকের বিস্তার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা নামলেই অলিগলি ও নির্জন স্থানে চলে মাদকের বেচাকেনা। পাশাপাশি চলছে অনলাইন মোবাইল জুয়ার আসরও।

বিভিন্ন সূত্রে জানা গেছে, হাটহাজারী পৌরসভার ৫নং ওয়ার্ডের ফটিকা কামালপাড়া এলাকায় রাস্তায় রাস্তায় প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা। একই চিত্র দেখা যাচ্ছে উপজেলার অন্যান্য ইউনিয়ন ও গ্রামাঞ্চলেও। এখন নেশা যেন হাতের নাগালের বিষয় হয়ে পড়েছে। গত এক যুগে এর বিস্তার ভয়াবহভাবে বেড়েছে বলে জানান এলাকাবাসী।

ফটিকা কামালপাড়ার কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, গত মাসে ভয়াবহ মাদক ব্যবসার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছিল। কিন্তু প্রশাসনের তেমন উদ্যোগ না থাকায় মাদক বেচাকেনা বন্ধ হয়নি। সন্ধ্যা নামলেই বাইক ও সিএনজিতে করে মাদক ব্যবসায়ীরা এলাকায় প্রবেশ করে এবং গোপনে লেনদেন সম্পন্ন করে।

এছাড়া পৌর এলাকার ৩নং ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়া, দরানী পুকুরপাড় ও ফকিরহাট এলাকাতেও মাদক বেচাকেনার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী অর্থের প্রলোভন দেখিয়ে এলাকার যুবকদের মাধ্যমে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করছে। অনেক ক্ষেত্রে মাদক সেবনকারীরাই পরে ব্যবসায় জড়িয়ে পড়ছে।

সচেতন নাগরিকরা জানান, সন্ধ্যার পর নির্জন স্থানে চলে সারারাত মাদক সেবন, যার ফলে মাতালদের উৎপাতও বেড়ে যাচ্ছে। এভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকের আগ্রাসন এখন প্রায় প্রতিটি ঘরে ঘরে, পাড়া-মহল্লা ও গ্রামে ছড়িয়ে পড়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন সচেতন মহল।