ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ৭:২৭ অপরাহ্ন

শিরোনাম

রাঙ্গুনিয়া পৌরসভা এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, October 11, 2025 - 7:31 pm

 

রাঙ্গুনিয়া প্রতিনিধি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে পৌর এলাকার রেয়াজারহাট রাঙ্গুনিয়া ক্লাব মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা এলডিপির সদস্য মোহাম্মদ জাহেদ হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মো. নুরুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সদস্য সচিব আহমদ কবির, যুগ্ম আহ্বায়ক আবু তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে নঈম উদ্দিন মাহমুদকে আহ্বায়ক ও রফিকুল আলমকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।