মহালছড়ি মৈত্রীপুর বৌদ্ধ বিহারে ৮ম শুভ দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২নং মুবাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহারে ৮ম শুভ দানোত্তম কঠিন চীবর দান দিনব্যাপী উৎসব উদযাপিত হয়েছে।
১১ই অক্টোবর (শনিবার) ধর্মীয় কর্মসূচির মধ্যে দিয়ে মৈত্রীপুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষের নেতৃত্বে সকাল পর্বে বুদ্ধ পতাকা উত্তোলন, ত্রিরত্ন বন্দনা, ভিক্ষু বন্দনা, ত্রিশরণ প্রার্থনাসহ পঞ্চশীল গ্রহণ, বুদ্ধপূজা, সিবলী পূজা, উপগুপ্ত পূজা, পিণ্ড দান, হাজার প্রদীপ দান, অষ্টপরিষ্কার দান, সংঘদান, বুদ্ধমূর্তি দান, কঠিন চীবর দানসহ নানাবিধ দান করা হয়।
এ সময় বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষু সংঘ স্বধর্মদেশনায় বলেন—ভগবান বুদ্ধের সময়ে প্রধান উপাসিকা বিশাখা কর্তৃক গৌতম বুদ্ধকে কঠিন চীবর দান করা হয়। এটি মূলত আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত কঠোর তিন মাস ধ্যানসাধনা ও ধর্মীয় কর্মকাণ্ড সম্পাদনের নাম বর্ষাবাস। বর্ষাবাস শেষে আশ্বিনী পূর্ণিমার পরবর্তী দিন থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত এক মাসব্যাপী বিভিন্ন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসব উদযাপিত হয়।
উক্ত অনুষ্ঠানে মংসাউ মারমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি ম্রসাথোয়াই মারমা, বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা সাবেক চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত সকল বয়সী নারী-পুরুষ বৌদ্ধ ধর্মাবলম্বীদের হাজার হাজার লোক মহান শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসবে মিলিত হন।