ঢাবি-বুয়েট ও ঢামেকের পরিচ্ছন্নতায় সমন্বিত ভাবে কাজ করবে ডিএসসিসি

জাগো জনতা অনলাইন।। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ও ঢাকা মেডিকেল কলেজের সঙ্গে যৌথভাবে কাজ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজ এলাকায় পরিচ্ছন্নতা ও অবৈধ দোকানপাট উচ্ছেদ কার্যক্রমে এসে এসব কথা বলেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।
এ সময় ঢাকা মেডিকেলের সামনের সড়কে আর কোনো অবৈধ দোকানপাট বসতে দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।
শাহজাহান বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। হাসপাতাল এলাকায় সুস্থ পরিবেশ ও যানজট নিরসনে ঢাকা মেডিকেল কলেজের সামনে অবৈধ ব্যবসার সুযোগ দেওয়া হবে না। এ বিষয়টি নিয়ে ডিএসসিসি ও হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করবে।”
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
তিনি বলেন, “উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মত আমাদের ক্যাম্পাসগুলো পরিচ্ছন্ন রাখতে বহিরাগত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ থেকে আমরা একসাথে অব্যাহতভাবে কাজ করে যাবো।”
বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে বিশেষ অভিযান চালানো হয়।
সকাল ৬টায় শুরু হওয়া কর্মসূচিতে ডিএসসিসির ১৩০০ জন কর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য এবং ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন। এ সময় নর্দমা, ফুটপাতের ময়লা পরিষ্কার করে মশার ওষুধ ছিটানো হয়।
এরপর আনন্দবাজার মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ফুটপাত ও রাস্তায় থাকা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, ডাকসুর ভিপি মো. আবু সাদিক এবং বুয়েট ও ডিএমসি প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।