টাংগাইল-৪ আসনের গণতন্ত্র মঞ্চের মনোনীত প্রার্থী কবি সাম্য শাহ

জাগো জনতা অনলাইন।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র মঞ্চ তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকায় টাংগাইল-৪ (কালিহাতি) আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মাহমুদুর রহমান মান্না’র নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসাইন (কবি সাম্য শাহ)। তিনি নাগরিক যুব ঐক্যের সাবেক সভাপতি এবং জুলাই অভ্যূত্থানের অন্যতম সংগঠক ।
গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরন ও অবাধ-নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে আগামি বাংলাদেশে তরুণ নেতৃত্ব বড় ভূমিকা রাখবে।