বিশ্ব ডিম দিবস উপলক্ষে আল আকসা ফার্মসের ডিম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।
বিশ্ব ডিম দিবস উপলক্ষে আল আকসা ফার্মসের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ডিম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট মোড় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া লেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ. এম. জাকারিয়া, সাধারণ সম্পাদক মুসলেম উদ্দিন, অর্থ সম্পাদক আলমগীর, রিয়াদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডিম একটি সুলভ ও পুষ্টিকর খাদ্য, যা মানবদেহের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, “এই ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং খাদ্যাভ্যাসে পুষ্টিকর উপাদান অন্তর্ভুক্ত করার প্রবণতা বাড়বে।”
বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত এই মানবিক ও জনসচেতনতামূলক কর্মসূচির জন্য আল আকসা ফার্মসের প্রশংসা করেন অংশগ্রহণকারী ও উপস্থিত সকলে।