ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ৪:০১ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালায় বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

  • আপডেট: Friday, October 10, 2025 - 7:21 pm

 

মো: আল আমিন, দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বিএনপির পক্ষ থেকে দলের দুই নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারিত অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়েছে।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুশীল জীবন ত্রিপুরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন ও যুগ্ম সম্পাদক কাজী হাবিবউল্লাহ রানা’র বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি কুচক্রী মহল ভুয়া নাম ও ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব পোস্টের মাধ্যমে বিএনপির অভ্যন্তরে বিভাজন সৃষ্টি ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপপ্রচারের মাধ্যমে স্থানীয় রাজনীতিতে বিভেদ তৈরির ষড়যন্ত্র করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে উপজেলা বিএনপি।

নেতাকর্মীরা জানান, দীঘিনালা উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, জনগণের অধিকার ও দলের আদর্শ রক্ষায় কাজ করে যাচ্ছে। কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার আমাদের অগ্রযাত্রা থামাতে পারবে না।