ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা

  • আপডেট: Thursday, October 9, 2025 - 6:12 pm

 

সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জের সদর উপজেলায় এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের পাকা রাস্তার ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি মোখলেছুর রহমান জানিয়েছেন।

নিহত ৩৭ বছর বয়সী মঞ্জুর আলম সেখ মঞ্জু সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সরাইচণ্ডি গ্রামের ইউনুস আলীর ছেলে।

ওসি মোখলেছুর বলেন, “মাদক ব্যবসায়ী মঞ্জুর বিরুদ্ধে ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। বুধবার রাতের কোন এক সময় তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

“ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়েছে।”