ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ৪:০৯ অপরাহ্ন

শিরোনাম

লংগদু জোন কর্তৃক আর্থিক অনুদান ও পাঠ্যপুস্তক প্রদান

  • আপডেট: Thursday, October 9, 2025 - 6:10 pm

 লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।

রাঙ্গামাটির লংগদুতে এক অসহায় পাহাড়ি কলেজছাত্রীকে এক সেট বই ও কলেজ ড্রেস প্রদান এবং ক্যান্সার আক্রান্ত একজন মাকে আর্থিক অনুদান প্রদান করেন লংগদু সেনা জোন।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫ ইং) সকাল ১১টায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি অসহায়, গরিব, ক্যান্সার রোগে আক্রান্ত মাকে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ এবং দরিদ্র ও গরিব পরিবারের মেধাবী পাহাড়ি ছাত্রীর কলেজে পড়ালেখার জন্য প্রয়োজনীয় পাঠ্যপুস্তক ও কলেজ ড্রেস অনুদানস্বরূপ প্রদান করেন।

অনুদানগ্রহণকারীরা সেনাবাহিনীর তথা লংগদু জোন কমান্ডারের প্রতি এমন মানবিক সহায়তার জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া ও প্রার্থনা করেন।

জোন অধিনায়ক বলেন, সেনাবাহিনী সর্বদা দেশ এবং জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। এখানে কোনো ভেদাভেদ নেই। সকল সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী। সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে।