ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে রাঙ্গামাটিতে ইফা’র টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি প্রতিনিধি।
রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫” বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের মিলনায়তনে ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহায়তায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ মোবারক হোসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, মেডিকেল অফিসার ডা. কে. এম. আব্দুল্লাহ আল মামুন, জেলা ইপিআই প্রতিনিধি জনাব সাইফুল ইসলামসহ সভায় জেলা পর্যায়ের প্রায় অর্ধশত ধর্মীয় নেতৃবৃন্দ।
কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। এর জন্য জনসচেতনতা বাড়াতে আলেম-ওলামাদের বিশেষ ভূমিকা রয়েছে। আলেম-ওলামাদের সহযোগিতায় সচেতনতা ছড়িয়ে পড়বে শিশু-কিশোরদের মধ্যে, আর এতে টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে ২০২১ সালে প্রায় ৪ লাখ ৭৮ হাজার জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়, যার মধ্যে ৭ হাজার জন মৃত্যুবরণ করেন। টাইফয়েড রোগ নিয়ন্ত্রণে সরকার ইপিআইয়ের ব্যবস্থাপনায় বিনামূল্যে টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটিতে টাইফয়েড টিকাদান করা হবে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী (নবম শ্রেণি) পর্যন্ত শিশু-কিশোরদের মধ্যে। আগামী ১২ অক্টোবর থেকে এ টাইফয়েড টিকা প্রদান শুরু হবে।