ঢাকা | অক্টোবর ৮, ২০২৫ - ৯:০২ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়িতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

  • আপডেট: Wednesday, October 8, 2025 - 5:42 pm

মহালছড়ি, (খাগড়াছড়ি) প্রতিনিধি।

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন কর্তৃক মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (৮ অক্টোবর) ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে মহালছড়ি ইসলামী দাখিল মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ, নূরানী হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ বিতরণ এবং নতুনপাড়া কেরামতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কার্যসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

তিনি তাঁর বক্তব্যে মহালছড়ি উপজেলার প্রাচীন ৪১ বছরেও কোনো মাদ্রাসা এমপিওভুক্ত না হওয়া এবং অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

ওয়াদুদ ভূইয়া আরও বলেন, আজকের তরুণ ও যুবকেরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই তরুণ-যুবকেরা যাতে মাদকে এবং মোবাইলে গেম খেলায় আসক্ত না হয়, সেই লক্ষ্যে এসব শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। তরুণ ও যুবকেরা খেলাধুলার মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী এবং পড়ালেখায় আরও মনোযোগী ও প্রেরণাদায়ী হতে পারে  এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন। শিক্ষা, স্বাস্থ্যসহ মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও উন্নয়নে এ ফাউন্ডেশনের কার্যক্রম চলমান রাখার ঘোষণা দেন তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ শাহেদুল ইসলাম সুমন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ বাচ্চু মিয়া, ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খালেদ মাসুদ সাগর, আব্দুল কাদের সিয়াম প্রমুখ।

ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন সভার সভাপতির বক্তব্যে বলেন, পাহাড়ি অঞ্চলের কোমলমতি শিশুদের শিক্ষা ও ক্রীড়াঙ্গনে এগিয়ে নিতে কাজ করছে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় মহালছড়ি উপজেলার তিনটি মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থীর মাঝে এই পুস্তক ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।