ঢাকা | অক্টোবর ৮, ২০২৫ - ৯:০০ অপরাহ্ন

শিরোনাম

চন্দনাইশে সেনা অভিযানে মহিলা মাদক কারবারি আটক

  • আপডেট: Wednesday, October 8, 2025 - 4:35 pm

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি।

চট্টগ্রামের চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে মোছাম্মৎ লাকি আক্তার (৩২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে দোহাজারী ডাক বাংলো কলোনী রোড এলাকার মাহাবুদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক লাকি আক্তার জাফর আহমদের মেয়ে। তার বাড়ি একই এলাকায়। সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ সেনা ক্যাম্প কমান্ডার লে. আরেফ আসমার জয় (বি এ-১১৩১৩)-এর নেতৃত্বে একটি দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক নারীকে চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।