রাউজানে বিএনপি নেতা আবদুল হাকিম গুলিতে নিহত

চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের রাউজান উপজেলায় ফের রক্তক্ষয়ী সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে হাটহাজারীর মদুনাঘাট এলাকায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে উপজেলা বিএনপি নেতা আবদুল হাকিম (৬৫) নিহত হয়েছেন। তিনি রাউজানের সম্ভাব্য বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাউজানে যাওয়ার পথে মদুনাঘাট এলাকায় পৌঁছালে আবদুল হাকিমের গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবদুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। এলাকায় তার প্রতিষ্ঠিত ‘হামিম এগ্রো’ নামে একটি গরুর খামার রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তবে দলে তার নির্দিষ্ট পদবির তথ্য জানা যায়নি।
এ ঘটনার কারণ ও দায়ীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত গাড়িটি ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, “গুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের গাড়িটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। আমরা ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছি।”
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে রাউজান উপজেলায় রাজনৈতিক সহিংসতা ও রক্তক্ষয়ী ঘটনার পুনরাবৃত্তিতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।