ঢাকা | অক্টোবর ৭, ২০২৫ - ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম

লংগদুতে মিথ্যা তথ্যভিত্তিক সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট: Tuesday, October 7, 2025 - 6:36 pm

নিজস্ব প্রতিবেদক।
রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি জামতলা কাশেমিয়া দারুল উলুম মাদ্রাসার এক ছাত্রকে শিক্ষক কর্তৃক মারধরের অভিযোগে “পাহাড়ের খবর” নামে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা ফয়েজ আহমেদ লিখিত বক্তব্যে বলেন, এতিম শিক্ষার্থী মো. আব্দুর রহমান গত পাঁচ বছর ধরে বিনা বেতনে পড়াশোনা করে আসছে। তিনি দীর্ঘ দুই মাস ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসাধীন ছিলেন এবং মাদ্রাসায় অনুপস্থিত ছিলেন।

মাওলানা ফয়েজ আহমেদ জানান, গত ২১ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় মাদ্রাসায় ফিরে এসে ওই শিক্ষার্থী সহপাঠীদের সঙ্গে অস্বাভাবিক আচরণ ও মারধর করে। এতে অন্যান্য শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়লে শিক্ষকরা বিষয়টি পরিচালনা কমিটিকে অবহিত করেন। পরে কমিটির সিদ্ধান্তে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরিচালকের মাধ্যমে শিক্ষার্থীকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় মাদ্রাসা কর্তৃপক্ষ চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ১৫ হাজার টাকা দেয়।

তিনি অভিযোগ করেন, গত ৩০ সেপ্টেম্বর “পাহাড়ের খবর” অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। মাদ্রাসার কোনো শিক্ষক বা পরিচালনা কমিটির সদস্যের বক্তব্য না নিয়েই একপাক্ষিক সংবাদ প্রকাশ করা হয়েছে, যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করেছে।

মাদ্রাসার সভাপতি সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং উক্ত বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে ১ নম্বর আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, ইউপি সদস্য মো. ইউসুফ, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুল খালেকসহ শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।