চসিকের উচ্ছেদ অভিযানে ফুটপাত দখলমুক্ত

নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরীর ফুটপাত ও নালা দখলমুক্ত করতে অভিযান চালিয়ে ৪৫টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ও কে বি ফজলুল কাদের রোডে এই অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযান চলাকালে ফুটপাত ও নালার ওপর অবৈধভাবে দোকান বসানো, ভ্যান রাখাসহ মালামাল রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এছাড়া ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
চসিক সূত্র জানায়, পথচারীদের নির্বিঘ্ন চলাচল ও নগরীর শৃঙ্খলা ফেরাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।