ঢাকা | অক্টোবর ৭, ২০২৫ - ৮:১৯ অপরাহ্ন

শিরোনাম

রায়গঞ্জে পাঙ্গাশী বাজারস্থ রাস্তা সংস্কারের উদ্বোধন

  • আপডেট: Tuesday, October 7, 2025 - 4:15 pm
মো. কামরুল ইসলাম, রায়গঞ্জ।। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী বাজারস্থ দীর্ঘ দিনের বিধ্বস্ত রাস্তা পুনঃ সংস্কারের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় এই সংস্কারের কাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাট পাঙ্গাশী সাইদাবাদ দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ. কালাম আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সড়ক ও জনপদের প্রকৌশলী মো. ইমরান হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ূন কবির। আহ্বায়ক ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম আ. সাত্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও প্রেস ক্লাবের সভাপতি মাও. মো. আবুল কালাম বিশ্বাস, উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. মো. কামরুল ইসলাম, সলঙ্গা থানার নায়েবে আমির আব্দুল গফুর, অধ্যক্ষ আ. হাকিম, রফিকুল ইসলাম,  মাও. নুরুল হুদা, সমাজ সেবক সালাউদ্দিন হাশিনুর।
বক্তরা বলেন,  দীর্ঘ দিনের বিধ্বস্ত পাঙ্গাশী বাজারস্থ এই রাস্তা। ফলে  এলাকার মানুষের কষ্ট ও দুর্ভোগের শেষ ছিলো না। একাধিকবার টেন্ডার হলেও তা বাস্তবায়ন হয়নি। অথচ মানুষের দুর্ভোগ নিয়ে পত্রিকা-টেলিভিশনে নিউজ হলেও তৎকালীন সংশ্লিষ্টরা আমলে নেয়নি। ফলে রাস্তাও হয়নি।
বক্তরা আরো বলেন, আমরা সুনাম অর্জন করতে আসিনি বরং এলাকাবাসীর দীর্ঘ দিনের দুর্ভোগ দূর করতে এসেছি। আমরা আশাকরি খুব শিগগিরই কাজ শেষ করে বহুদিনের কষ্ট ও দুর্ভোগ থেকে মানুষ মুক্তি দিবো ইনশাআল্লাহ।