বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম প্রতিনিধি।
বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেল (সেলিম–রতন পরিষদ) পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মেয়র ডা. শাহাদাত হোসেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন,
“নির্বাচনের মাধ্যমে নেতৃত্বে আসা মানে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করা। এই আস্থা ধরে রাখতে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। একটি সুষ্ঠু, স্বচ্ছ ও কল্যাণমুখী সোসাইটি গড়ে তুলতে নেতৃত্বের সদিচ্ছা সবচেয়ে জরুরি।”
তিনি আরও বলেন, হাউজিং সোসাইটির মতো প্রতিষ্ঠানগুলো শহর উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চট্টগ্রাম একটি ঐতিহ্যবাহী নগরী। এই নগরের উন্নয়ন শুধুমাত্র সরকারি উদ্যোগে নয়—সামাজিক সংগঠন ও সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানেরও অংশগ্রহণ প্রয়োজন। সোসাইটির নেতৃবৃন্দ যদি স্বচ্ছতা ও পরিকল্পনার মাধ্যমে কাজ করেন, তাহলে তা সদস্যদের কল্যাণের পাশাপাশি নগর উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।
মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নাগরিকদের উন্নত জীবনমান নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রক্রিয়ায় সমবায় সংগঠনগুলোকে পাশে পেলে নগর উন্নয়ন আরও টেকসই হবে। নাগরিকদের জন্য পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক নগর গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত সেলিম–রতন পরিষদ কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম, সহ-সভাপতি ফজলুল করিম (মুকুট), সম্পাদক মো. আনোয়ার হোসাইন রতন, পরিচালক এম. শাহেদ আলী, মাহমুদুল হাসান ভূঁঞা, চৌধুরী শরাফত করিম (কাওছার), মো. আলী আশরাফ ভূঁইয়া, মো. আমিরুজ্জামান, মো. হাবিবুর রহমান ভূঁইয়া (স্বপন), মো. নিজাম উদ্দীন (নয়ন), হাসান আহম্মদ খান ও মোহাম্মদ মনিরুজ্জামান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন রতন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ বাহার।