ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে — জেলা প্রশাসক

  • আপডেট: Sunday, October 5, 2025 - 7:50 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।

রবিবার (৫ অক্টোবর) ছিল বিশ্ব শিক্ষক দিবস। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল — ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি।’

দিবস উপলক্ষে কক্সবাজার ও ঈদগাঁও উপজেলায় নানা কর্মসূচি পালিত হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন ও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় এবং দক্ষ জাতি গঠনে শিক্ষকদের যুগোপযোগী শিক্ষা প্রদান নিশ্চিত করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক, কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সভায় আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ ও দক্ষতা অর্জনে কারিগরি শিক্ষা প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এদিকে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে ফিতা কাটা সহ শিক্ষকদের সম্মানে নানা অনুষ্ঠানের আয়োজন ছিল। এতে প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনসহ কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।