টেকনাফে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ২৪ ঘণ্টা পর চার বছরের শিশু হুজাইফা নুসরাত অসি-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে হ্নীলা সিকদারপাড়ার পাশের একটি মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে শনিবার বিকেলে শিশুটি নিখোঁজ হয়। সে ওই এলাকার ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ ও নুসরাত জাহান রুম্পা দম্পতির একমাত্র কন্যা।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও অসিকে না পেয়ে তারা এলাকাজুড়ে মাইকিং করেন। রবিবার দুপুরে স্থানীয়রা মসজিদের পুকুরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
শিশুটির পরিবার দাবি করেছে, অপহরণের পর তাকে হত্যা করে রাতে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তাদের ভাষ্যমতে, শিশুটির কানের দুল দুটি ছিল না এবং মুখে টেপ মোড়ানো দাগ দেখা গেছে।
স্থানীয়দেরও ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যা। এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন,
“ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।