দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুসিয়ারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক।
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীতকরণসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)।
রোববার (৫ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত অংশীজন মতবিনিময় সভায় সংগঠনের নেতারা এই ঘোষণা দেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক (ডিডি) মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।
সভায় বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৫ হাজার শিক্ষক রয়েছেন, কিন্তু তাদের জন্য পদোন্নতিযোগ্য পদ মাত্র ৪ শতাংশ। ফলে দীর্ঘ ৩০ বছরের বেশি সময় চাকরি করেও অধিকাংশ শিক্ষক পদোন্নতি ছাড়াই অবসরে যাচ্ছেন। অনিয়মিত পদোন্নতির কারণে বহু পদ বছরের পর বছর শূন্য পড়ে থাকে, যা একদিকে শিক্ষকদের হতাশ করছে, অন্যদিকে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।
নেতারা অভিযোগ করেন, সরকারি মাধ্যমিক শিক্ষকদের টাইমস্কেল, পদমর্যাদা, পদোন্নতি ও পদায়নসহ নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হচ্ছে। তাই বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অংশ হিসেবে বিদ্যমান এই অসঙ্গতি দূর করা সময়ের দাবি বলে উল্লেখ করেন তারা।
বাসমাশিসের পাঁচ দফা দাবিগুলো হলো—
১. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা;
২. সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীতকরণ;
৩. আঞ্চলিক উপ-পরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ এবং কার্যালয়ের মর্যাদা রক্ষা;
৪. বিদ্যালয় ও পরিদর্শন শাখার সব শূন্যপদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন;
৫. বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদানের মঞ্জুরী আদেশ জারি।
শিক্ষক নেতারা সতর্ক করে বলেন, আগামী ১০ কার্যদিবসের মধ্যে এসব দাবির বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে, মানববন্ধন, মহাসমাবেশসহ বৃহত্তর আন্দোলনে নামবে সরকারি মাধ্যমিক শিক্ষক সমাজ।
মতবিনিময় সভায় চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।