ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

মানিকছড়ির ১০০টি বৌদ্ধ বিহারে ৫০ মেট্রিক টন চাল সরবরাহ

  • আপডেট: Sunday, October 5, 2025 - 5:22 pm

আলমগীর হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি)।
আসন্ন প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১০০টি বৌদ্ধ বিহারে মোট ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ চাল সরবরাহ আদেশ (ডিও) হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া।

সরকারি বরাদ্দ অনুযায়ী প্রতিটি বৌদ্ধ বিহারে ৫০০ কেজি করে চাল প্রদান করা হবে। তালিকাভুক্ত ১০০টি বিহারের সভাপতি ও সম্পাদকের নিকট পর্যায়ক্রমে এসব চাল হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাজী মাসুদুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, “সরকারের পক্ষ থেকে ধর্মীয় উৎসবগুলোতে সব সম্প্রদায়ের প্রতি সমানভাবে সহায়তা পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। প্রবারণা পূর্ণিমাকে ঘিরে এ চাল বিতরণ কার্যক্রম সেই উদ্যোগেরই অংশ।”