লামায় মাতামুহুরী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

মুহাম্মদ কামরুজ্জামান, লামা (বান্দরবান)।
বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে মাতামুহুরী নদীর মিঞ্জিরি পয়েন্টে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে লামা মাতামুহুরী নদীর তীরঘেঁষে সাদা পাথর এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন মো. সোহান ও মো. শাকিল নামের দুই পর্যটক। দুপুরে তাঁরা দুজন রিসোর্টের পাশে থাকা নদীতে একসাথে গোসল করতে নামেন। এসময় পানির স্রোতে মো. সোহান ডুবে গিয়ে নিখোঁজ হন। ওই সময় সাথে থাকা মো. শাকিল সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হন।
শাকিল জানান, দুজন একসাথে মাতামুহুরী নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে সোহান ডুবে যায়। সাথে সাথে রিসোর্টে এসে জানালে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
পর্যটন রিসোর্ট হোয়াইট পিক স্টেশনের পরিচালক মো. আজিম জানান, অগ্রিম বুকিং ছাড়া সোহান ও শাকিল বৃহস্পতিবার সকালে রিসোর্টে আসেন। পরে রিসোর্টে বুকিং দিয়ে ঝর্ণায় ঘুরতে যান। এরপর দুপুরে নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে সোহান ডুবে যায় বলে তার সঙ্গীর মাধ্যমে জানতে পারি। সাথে সাথে লামা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লামা স্টেশনের সাব-অফিসার মো. আবদুল্লাহ জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে নিখোঁজ পর্যটককে উদ্ধারে চেষ্টা চালানো হয়। দুই ঘণ্টা ধরে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি চালিয়েও সোহানকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখনো উদ্ধার কাজ চলছে, চট্টগ্রাম থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, নিখোঁজ পর্যটক সোহানকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছেন।