ঢাকা | অক্টোবর ৭, ২০২৫ - ২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

কাপ্তাই লেকে ঝড়ো বাতাসে আহতদের ফ্রি চিকিৎসা দিল সেনাবাহিনী লংগদু জোন

  • আপডেট: Thursday, October 2, 2025 - 5:08 pm

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)।
রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই লেকে ঝড়ো বাতাসে নৌকা দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেছে সেনাবাহিনী লংগদু জোন।

গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক রাত ৮টার দিকে হঠাৎ ঝড়ো বাতাসে কাপ্তাই লেকে বিপাকে পড়েন জেলে ও নৌযানে চলাচলরত সাধারণ মানুষ। এ ঘটনায় হ্রদে ডুবে তিনজনের মৃত্যু হয় এবং বহু জেলে আহত হন।

ঘটনার সাথে সাথে লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি’র নির্দেশনায় আহতদের দ্রুত উদ্ধার করে জোনে নিয়ে আসা হয়। এ সময় দায়িত্বে ছিলেন জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দীন।

পরদিন (১ অক্টোবর) সকালে লংগদু জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ আহতদের চিকিৎসা সেবা দেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করেন।

উল্লেখ্য, ঘটনার পর সেনাবাহিনী লংগদু জোন থেকে পৃথক টহল টিম দুর্ঘটনাস্থলগুলোতে পাঠানো হয়। পাশাপাশি নৌকা ডুবির ঘটনায় উদ্ধার অভিযানে সক্রিয়ভাবে অংশ নেয় সেনাবাহিনী।