গাছ কেটে সড়ক বন্ধ, পাহাড়ে ফের অস্থিরতা সৃষ্টির চেষ্টা; ইউপিডিএফকে দায়ী করছেন স্থানীয়রা

মো: আল আমিন, দীঘিনালা।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায় সড়কের ওপর গাছ কেটে ব্যারিকেড দিয়েছে একদল অবরোধকারী। মঙ্গলবার বিকেল তিনটার পর বাবুছড়া কলেজ এলাকা থেকে বড়াদম পর্যন্ত অন্তত কয়েকটি স্থানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, এ ঘটনার পেছনে পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সক্রিয়। বড়াদম আনসার ক্যাম্পের সামনে আমসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে সড়কে ফেলে দেওয়া হয়।
অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে পড়লে দীঘিনালা জোনের সেনাবাহিনী ও বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণ শুরু করেন।
এলাকাবাসীর ভাষ্য, ফলের গাছ কেটে ফেলার ফলে তারা যেমন খাদ্য-পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি আইনশৃঙ্খলা বাহিনীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দায়িত্ব পালনে বাঁধা সৃষ্টি এবং সামগ্রিকভাবে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। ফলে অসুস্থ রোগী ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।