ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম

মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

  • আপডেট: Tuesday, September 30, 2025 - 5:59 pm

নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মহি উদ্দিন (৩০) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ডাউন-লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহি উদ্দিন উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোস্তফা মাস্টার বাড়ির আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় একটি শিল্পকারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে একসাথে আপ ও ডাউন-লাইনের দু’দিক থেকে ট্রেন আসছিল। এসময় মহি উদ্দিন একটি লাইন পার হতে পারলেও অপর দিক থেকে আসা ট্রেনটি দেখতে পাননি। মুহূর্তেই দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ও সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। সীতাকুণ্ড রেলওয়ে থানার ওসি আশরাফ সিদ্দিকী বলেন, “লাশের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে, তারা আসার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”