ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে ৪১ বিজিবির অভিযানে চোলাই মদ উদ্ধার, আটক ১

  • আপডেট: Tuesday, September 30, 2025 - 5:32 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)।

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক এবং মদ পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঘাগড়া–বড়ইছড়ি সড়কের কুকিমারা পাড়া বিজিবি ক্যাম্পের সামনে চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে কর্তব্যরত বিজিবি সদস্যরা চট্টগ্রাম থ-১৪-৮৮৫০ নম্বরের একটি সিএনজি অটোরিকশা সন্দেহজনকভাবে আটক করে। পরে তল্লাশিতে চালকের আসনের নিচ থেকে ৮টি প্যাকেটে রাখা আনুমানিক ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

অভিযানে সিএনজি চালক মো. মহিবুল্লাহ (২৬) আটক হন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পূর্বকোদালা গ্রামের মৃত আব্দুল মানানের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি বাটন ফোন, একটি হাতঘড়ি এবং ৬০০ টাকা জব্দ করা হয়।

কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানান, উদ্ধারকৃত মদ, আটক সিএনজি ও চালককে বিজিবি কর্তৃক থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।