চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি ।
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে ট্রেনে কাটা পড়ে নয়ন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড উত্তর মুরাদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের খলিল সওদাগরের বাড়ির আবুল কাশেমের ছেলে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।